আজ বসন্ত
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৫,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৮৭১ বার পঠিত
আজ বসন্ত!
এদেশ কেন নয় শান্ত?
যুদ্ধ নেই তবোও মোরা ক্লান্ত।
চারিদিকে হাহাকার ক্ষুধার্তের চিৎকার
সত্য-মিথ্যা একাকার এ দোষটা কার?
আজ বসন্ত!
শিমুল গাছে নেই কোন ফুল
বাসন্তীর কানে নেই কেন ধুল?
আমি কাকে দোষ দেব? এটা কার ভুল?
আজ বসন্তের নেই কোন তুল।
আজ বসন্ত!
কোকিলের কন্ঠে নেই কোন সুর
দিকে দিকে নেমেছে অমানিশা ঘুর।
গানের শহরে সুরের বইছে অভাব
কবিতার শহরে আজ কবির অভাব।
আজ বসন্ত!
বাসন্তীর গায়ে নেই আজ হলদে সাজ
বাসন্তীর আজ ধরেছে ইংলিশ সাজ।
ফকিরের পোলা আজ রংবাজ
বাসন্তী গায়ে হাত দিতে লাগেনা লাজ।