জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের দ্বি বার্ষিক নির্বাচনে ৫১ সদস্য বিশিষ্ট কমিট
প্রকাশিত হয়েছে : ১০:২২:২৯,অপরাহ্ন ০৬ জুন ২০২৪ | সংবাদটি ৩৮ বার পঠিত
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের দ্বি বার্ষিক নির্বাচনে ৫১ সদস্য বিশিষ্ট কমিট
জকিগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্যে জকিগঞ্জের মানুষের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র Zakiganj Association দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ৫১ বিশিষ্ট কমিটি নির্বাচন করেন।
গতকাল পূর্ব লন্ডনের ফর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পদে বারহাল ইউনিয়নের পরচকের শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌস ,জেনারেল সেক্রেটারি হিসেবে পুনরায় বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের আবুল হোসেন ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন শাহবাগের মাওলানা কাজী ইমদাদুল হক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লন্ডনের মুফতি আব্দুল মুন্তাকিম ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান এবং ব্যারিস্টার নুরুল গফফার। এতে আনন্দমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে যার যার ভোট প্রদান করেন। পরে উপস্থিত সবাই নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে মত প্রকাশ করে অভিনন্দন জানান।
উলেখ্য, নির্বাচনে ৯০ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।