আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শবান মানুষ তৈরী করতে হবে ——– মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১২:১৭:১৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
সংবাদ দাতা: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহসভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সমাজের রন্দ্রে রন্দ্রে নানান অনাচার ও ব্যবিচারে সয়লাব। সামাজিক মূল্যবোধ তৈরীতে প্রত্যেককে আদর্শবান মানুষ হতে হবে। আর আদর্শবান মানুষ তৈরীর নিমিত্তে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। তিনি সকল ছাত্র সমাজকে একজন নীতিবান মানুষ হওয়ার আহবান জানান। তিনি গতকাল ২৭ মার্চ রোববার ফেঞ্চুগঞ্জ
উপজেলা তালামীযে ইসলামিয়ার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলন প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি মুহাম্মদ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সিলেট জেলা পূর্ব সভাপতি মুহাম্মদ উসমান গণি, সহ সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খলিক রুহিল শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ¦ নুরুল হুদা, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ¦ নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী এম.জি কিবরিয়া চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল জলিল, প্রচার সম্পাদক কাজী বদরুদ্দোজা, সমাজকল্যাণ সম্পাদক কাজী বুরহান উদ্দিন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হোসাইন মুহাম্মদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সজিবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।