কসকনকপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মঈনের গণ সংযোগ
প্রকাশিত হয়েছে : ২:২০:০৮,অপরাহ্ন ২৫ মে ২০১৬ | সংবাদটি ৯৭৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কসনকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছাত্তার মঈনের গণ সংযোগ অব্যাহত রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম সংযোগকালে তিনি বলেছেন, বিএনপি, জাপা, মজলিস, জমিয়ত আমাকে সমর্থন দিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ সকলের চেষ্টা ও দোয়ায় মোটরসাইকেল প্রতীক আগামী ৪জুন কামিয়াব হবে। সকলের সহযোগিতা কামনা করেন আব্দুস ছাত্তার মঈন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল নিয়াগোলী, উপজেলা জাপার প্রচার সম্পাদক মো: মুহিবুর রহমান, জাপা নেতা আব্দুস ছালাম, মোস্তফা কামাল, ছালিক আহমদ, আব্দুল আহাদ, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, ক্বারী মঈন উদ্দিন, সিদ্দিকুর রহমান, জমিয়ত নেতা অধ্যক্ষ মুফতি রশিদ আহমদযুব সংহতি নেতা আব্দুল আহাদ, ছাত্র সমাজ নেতা আব্দুল হান্নান, যুব নেতা আব্দুস শহিদ প্রমূখ।