আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র ভূমিকা রাখতে পারে
প্রকাশিত হয়েছে : ৭:১৮:২৭,অপরাহ্ন ২৬ মে ২০১৬ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘প্রতিদিনের সংবাদ’ নামের একটি জাতীয় দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র সরকার ও বিরোধী দলের পথনির্দেশনা তৈরি করে দেয়। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য বিচার বিভাগ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক।
রাষ্ট্রে ক্রমাগত উগ্রতা ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, মানুষের মধ্যে সহিষ্ণু ভাব আশ্চর্যজনকভাবে লোপ পাচ্ছে। এই উগ্রতা ও অসহিষ্ণুতা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে।
সভায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক আবু সাঈদ খানসহ আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাংসদ ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রকাশক তাজুল ইসলাম। – See more at: http://www.dhakatimes24.com/2016/05/25/114116#sthash.aEmFSgFv.dpuf