বেঙ্গালুরু ২০০/৭ (২০ ওভার) প্রথম আসরেই ‘চ্যাম্পিয়ন’ মুস্তাফিজ
প্রকাশিত হয়েছে : ৩:২৭:৩৪,অপরাহ্ন ৩০ মে ২০১৬ | সংবাদটি ২০৮৪ বার পঠিত
২০তম ওভার, ভুবনেশ্বর কুমার:
৬ বলে দরকার১৮। স্ট্রাইকে জর্ডান। এক। এবার খেলবেন বেবি। ৫ বলে দরকার ১৭। ফুলটস। লেগে তুলে মেরেছেন। দুর্বল শট। ভাগ্য ভালো ছয় হয়নি। এসেছে দুই। তৃতীয় বলে দুর্দান্ত ডেলিভারি। শরীরের ভেতর। ব্যাটে লাগাতে পারেননি। তবু রানের জন্য ছুটলেন দুজন। বল ধরেই স্ট্যাম্প ভেঙেছেন উইকেটরক্ষক। তৃতীয় আম্পায়ার জর্ডানকে বলেন ‘পথ ধরো’…। ৩ বলে দরকার ১৫। নতুন ব্যাটসম্যান ইকবাল আব্দুল্লাহ। ঠিক মতো ব্যাটে লাগাতে পারেননি। তবে রান পেয়েছেন। লেগবাই। ২ বলে দরকার ১৪। টিভি পর্দায় কোহলির করুণ চাহনি! অনেকটা নির্ভার ওয়ার্নার। পঞ্চম বলে এক নিলেন বেবি। হতাশায় ভেঙে পড়ছেন তিনি। ক্রিজে মাথা নিচু করে আছেন। শেষ বলে দরকার ১৩।স্কুপ করেছেন। চার হয়েছে ঠিকই। জয় আসেনি। থেকে গেলো ৮ রান দূরে। প্রথমবার আইপিএল খেলতে যেয়েই রাজা হয়ে ফিরলেন মুস্তাফিজ। বাংলাদেশের মুস্তাফিজ। দ্য চ্যাম্পিয়ন।১৯তম ওভার, মুস্তাফিজ : ১২ বলে দরকার ৩০। স্ট্রাইকে বিনি। দুই রান নেয়ার চেষ্টা। স্ট্যাম্প ভেঙেছেন উইকেটরক্ষক। থার্ডআম্পায়ার জানালেন আউটটট!!!! ম্যাচ আরেকটু ঝুঁকে পড়ল মুস্তাফিজদের দিকে। নতুন ব্যাটসম্যান জর্ডান। এক্সট্রা কাভারে ক্যাচচচচচচচ। উফফফফফ। সহজ ক্যাচ ফেলে দিলেন শ্রাণণণ। মুস্তাফিজের ওভার মানেই যেন ক্যাচ মিস। এবারের আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচে এমন হয়েছে। তৃতীয় বল ডট। চতুর্থ বল ফুলটস। এলবির আবেদননন। সাড়া নেই। পঞ্চম বল খেলবেন বেবি। ৫ বলে ৭ রানে অপরাজিত তিনি। ফুলটস। স্ট্রেট থেকে চার বাঁচালেন ওয়ার্নার। দারুণ ফিল্ডিং। ততক্ষণে দুই। শেষ বলে খেলবেন বেবি। হাফভলি!! লংঅন দিয়ে ছয়য়। এই ওভারে কাটার মাস্টার দিলেন ১১। চার ওভারে মোট খরচ করলেন ৩৭। নিয়েছেন এক উইকেট।
১৮তম ওভার ভুবনেশ্বর কুমার: প্রথম বল ডট। পরের বলে বিনির ব্যাট থেকে এক। লংঅনে খেলেছিলেন। ফিল্ডার আছেন। তৃতীয় বল খেলবেন বেবি।লংঅনে খেলেছেন। ফুলটস ছিল। একের বেশি পাবেন না। ম্যাচ কিন্তু দুলছে! ১৫ বলে দরকার ৩৫। এবার দারুণ ইয়র্কার। কোনোমতে ঠেকিয়েছেন বিনি। রান পাবেন না। পঞ্চম বল স্কুপ করতে চেয়েছিলেন। ঠিক মতো নাগাল পাননি। লেগবাই থেকে এক রান। শেষ বল খেলবেন বেবি। চার খেয়ে বসলেন!! ১২ বলে দরকার ৩০।
১৭তম ওভার, মুস্তাফিজ: খেলবেন ওয়াটসন। দুর্দান্ত ইয়র্কার। রান নেয়ার সুযোগ নেই। দ্বিতীয় বল মিডল স্ট্যাম্পে ছিল। সোজা ব্যাটে খেলেছিলেন। দুই পাবেন। তৃতীয় বলে ওয়াটসন উঠিয়ে মেরেছেন। ক্যাচচচচচ। স্লোয়ার ডেলিভারি ছিল। চালাকি। বুঝতে পারেননি ওয়াটসন (১১)। হেনরিকসের হাতে প্রাণ জমা দিয়ে ফিরে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ উইকেট। ১৭তম উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ। পরের বল খেলবেন বেবি। ফুলটস। এক রান পাবেন। পরের বল খেলবেন বিনি। হাফভলি ছিল। উঠিয়ে মেরেছেন। ছয়য়। লংঅন দিয়ে। শেষ বল করতে আসছেন ফিজ। প্রস্তুত ফিজ। ফুলটস। মিড উইকেটে ঘুরিয়ে এক। নিজের তৃতীয় ওভারে ১০ রান দিয়ে এক উইকেট পেলেন মুস্তাফিজ। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ১৬।
১৬তম ওভার, কাটিং: ৩০ বলে দরকার ৫১। স্ট্রাইকে লোকেশ রাহুল। লংঅনে ঠেলে এক। দ্বিতীয় বল খেলবেন ওয়াটসন। লংঅফে খেলেছেন। একের বেশি পাবেন না। তৃতীয় বল স্লোয়ার। লাইন মিস করেছেন রাহুল। বোল্ডডডড। গুরুত্বপূর্ণ উইকেট। ২৭ বলে ৪৯ রান দরকার। যোগ দিয়েছেন শচীন বেবি। স্ট্রাইকে তিনি। সোজা ব্যাটে খেলেছেন। বোলারের হাতে বল। রানের সুযোগ নেই। এবার স্কয়ার কাট করেছেন। এক রান পাবেন। পরের বল খেলবেন ওয়াটসন। তাকে ফেরাতে পারলে বিপদে পড়বে বেঙ্গালুরু। ঠিক মতো খেলতে পারেননি। এক রান পাবেন।
১৫তম ওভার, হেনরিকস: রাহুলের ব্যাট থেকে এক। এবার খেলবেন ওয়াটসন। কাভারে মেরে এক নিলেন। তৃতীয় বলেও এক। দুজনে বেশ সাবধানী ব্যাটিং করছেন। ভুল করতে চাইছেন না। পরিস্থিতিও সেটা করতে বলছে। ৩৩ বলে দরকার ৫৭। পরের বল সরাসরি যুবরাজের হাতে। রান পাবেন না। সে চেষ্টাও করলেন না দুই ব্যাটসম্যান। পঞ্চম বলে ছয়য়য়। ওয়াটসনের ব্যাট থেকে। এক্সট্রা কাভার দিয়ে। শেষ বল ডট। ৩০ বলে জয়ের জন্য দরকার ৫১।
১৪তম ওভার, শর্মা: রাহুলের ব্যাট থেকে চার। পরের বলে এক। তৃতীয় বলেও এক। চতুর্থ বলেও এক। রাহুলের ব্যাট থেকে। ৩৮ বলে দরকার ৬১। পঞ্চম বলে ফিরলেন ওই ভিলিয়ার্স। উঠিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং হয়নি। ধরা পড়লেন হেনরিকসের হাতে। ফিরলেন ৬ বলে ৫ রান করে। নতুন এসেছেন ওয়াটসন। পরের বলে এক।
১৩তম ওভার শ্রাণ: ভিলিয়ার্সের ব্যাট থেকে এক। দ্বিতীয় বলে কাভারের উপর দিয়ে ছয়য়য়। কোহলির ব্যাট থেকে। অনুপম টাইমিং। এবার লেগ সাইডে ঠেলে এক।৪৫ বলে দরকার ৭১। পরের বলে কোহলির ব্যাট থেকে দুই। এবার বোল্ড। হালকা লেগে সরেছিলেন। বল নিচু হয়ে আসে। ব্যাট ফাঁকি দিয়ে স্ট্যাম্প ছত্রখান। ৩৫ বলে ৫৪ রান করে ফিরলেন কোহলি। আইপিএলের এক আসরে ১ হাজার রান করতে পারলেন না। থামলেন ৯৭৩ রানে। এটাই বিশ্বরেকর্ড। এক টুর্নামেন্টে এত রান এই প্রথম। শেষ বল খেলেন লোকেশ রাহুল এক।
১২তম ওভার, বিপুল শর্মা: স্ট্রাইকে ভিলিয়ার্স। এক। দ্বিতীয় বলে কোহলির ব্যাট থেকে চার। তৃতীয় বল ট্যাব করেই সিঙ্গেল। দারুণ বোঝাপড়া। চতুর্থ বল খেলবেন ভিলিয়ার্স। প্যাডল সুইপ করেছেন। ফাইন লেগে বল। একের বেশি পাবেন না। পঞ্চম বল খেলবেন কোহলি। এক। শেষ বল মোকাবিলা করবেন এবি। মিড উইকেটে ঘুরিয়ে এক।
১১তম ওভার, কাটিং: স্ট্রাইকে গেইল। এক। দ্বিতীয় বলে ক্যাচ উঠেছিলললল। মুস্তাফিজের একটু পেছনে। ধরা কঠিন। পারেননি ফিজ। তৃতীয় বল খেলবেন গেইল। এবার কিন্তু আউট। ৩৮ বলে ৭৬ করে ফিরলেন ক্যারিবিয়ান ‘দানব’। চতুর্থ বল খেলবেন কোহলি। কাভার ড্রাইভ। সুইপার কাভার অঞ্চল দিয়ে চার। এবার লংঅফে খেলেছেন। এক রান পাবেন। পরের বল ডট।
দশম ওভার, মুস্তাফিজ: স্ট্রাইকে কোহলি। ২০ বলে তার রান ২০। কাভার অঞ্চল দিয়ে চারররর। পরের বল তুলে মেরেছেন। ছয়য়য়য়য়। লংঅফ দিয়ে। লেগে রুম করে বলে গিয়েছিলেন। বল ঠিক বাউন্ডারি লাইনের বাইরে পড়ে। পরের বলে এক। চতুর্থ বল খেলবেন গেইল। একটা ব্রেক-থ্রু দরকার। দারুণ ডেলিভারি। বাউন্সার। কোমর ভেজিয়ে ছেড়ে দিয়েছেন গেইল। পঞ্চম বলটি ইয়র্কার। ডিফেন্স করেই এক রান নিলেন গেইল। শেষ বল খেলবেন কোহলি। এবাররর কাটার। ডাউন দ্য উইকেটে এসেও ব্যাটে লাগাতে পারেননি তিনি। ডট। এই ওভারে ফিজ দিয়ে গেলেন ১২। প্রথম ওভারে দিয়েছিলেন ৪।
নবম ওভার, হেনরিকস: প্রথম খেলবেন কোহলি। কাভারে মেরেছেন। ক্যাচচচচচ। নিতে পারলেন না ওয়ার্নার। সেই বাজে ফিল্ডিং। একটু সামনে পড়েছিল। ২০ বলে ২০ কোহলি। পরের বল খেলবেন গেইল। ডট। পরের বলে জায়গায় দাড়িয়ে আরেকটি দানবীয় শট। লংঅফ দিয়ে সীমানার বাইরে। ছয়য়য়য়য়য়। পরের বলে আবারররররর!!!! পুল করেছেন। ছয়য়য়। ৩৩ বলে ৭০ গেইল। শেষ বল এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে। চাররররর। ৩৪ বলে ৭৪ গেইল।
অষ্টম ওভার, কাটিং: খেলবেন কোহলি। অফ সাইডে ঠেলে এক। দ্বিতীয় বল খেলবেন গেইল। ওয়াইড। জায়গায় দাঁড়িয়ে দানবীয় শট!!!!!! বোলারের মাথার উপর দিয়ে ছয়য়য়য়য়! মুস্তাফিজ রান চাপালেও অন্যরা পারছেন না। পঞ্চম বল খেলতে প্রস্তুত গেইল। অফের বল লেগে টেনে মেরেছেন। একের বেশি পাবেন না। শেষ বল খেলবেন কোহলি। ইয়র্কার। লেগে ঠেলে এক নিয়েছেন।
টাইম আউট: কোহলি ১৫ বলে ১৩। গেইল ২৭ বলে ৫১। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিয়েছেন। ২ ওভারে শ্রাণ দিয়েছেন ২৯।
সপ্তম ওভার, হেনরিকস: প্রথম বলে গেইলের ব্যাট থেকে ছয়। পরের বল ডট। তৃতীয় বল ফুলটস। লংঅফে ঠেলে এক নিলেন গেইল। পরের বল ডট। পরের বল কাভার ড্রাইভ। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডার আছেন। দুই। পরের বলে এক।
ষষ্ট ওভার, মুস্তাফিজ: অবশেষে ফিজকে ডাকলেন ওয়ার্নার। প্রথম বল খেলবেন কোহলি। কাভারে আলতো করে মেরেছেন। ফিল্ডার আছেন। রান পাবেন না। এবার অফস্ট্যাম্পে ছিল। কোহলি দেখেশুনে ডিফেন্স করেছেন। তৃতীয় বলও একই রকম। এবার ডিফেন্স করেই রানের জন্য ছুটেছেন। এক। চতুর্থ বল খেলবেন গেইল। ২২ বলে ৪৩ রান তার। লেগস্ট্যাম্পে। পা বরাবর। সেই দুর্বল জায়গা। গেইল আলতো করে ঠেকিয়েছেন। রান নেই। পঞ্চম বলটি ভেতরে ঢুকেছিলল। ব্যাড-প্যাড। আবেদননননন। সাড়া নেই। এক। শেষ বলে কোহলি মিড উইকেটে ঘুরিয়ে দুই নিলেন। প্রথম ওভারে চার দিলেন কাটার মাস্টার।
পঞ্চম ওভার, কাটিং: প্রস্তুত কোহলি। ডট। দ্বিতীয় বল মিড উইকেটে ঘুরিয়েছেন। এক রান পাবেন। তৃতীয় বল খেলবেন গেইল। দেখার মতো শট। অফস্ট্যাম্পে বাউন্স ছিল। আপার কাট করে দিয়েছেন। বল সীমানার বাইরে। ছয়য়য়। পরের বলেও চালিয়েছেন। মিড উইকেট দিয়ে চার। ২১ বলে ৪২ গেইল। মুস্তাফিজকে দরকার??? পরের বল ফুলটস। লেগে ঘুরিয়ে এক। শেষ বল খেলবেন কোহলি। কাভারে মেরেছেন। এক।
চতুর্থ ওভার, শ্রাণ: প্রস্তুত গেইল। ডট। অফ স্ট্যাম্পে হাফভলি। এই বল কী আর মাঠে থাকে। লংঅন দিয়ে ছয়য়য়য়। পরের বল ডট। পরের বলে চালিয়ে ছিলেন। ব্যাট ফাঁকি দিয়ে বল পেছনে। রান নেই। পরের বল টেনে মেরেছেন। ডিপ মিড উইকেট দিয়ে বল সীমানার বাইরে। শেষ বলেও ছয়য়য়। উঠেছে গেইল ঝড়। ১৯ বলে তার রান ৩২।
তৃতীয় ওভার, ভুবনেশ্বর কুমার: খেলবেন গেইল। ডট। দ্বিতীয় বল আবার লেগ স্ট্যাম্পে। গেইলের দুর্বল জায়গা। ঠিকমতো খেলতে পারেননি। এক। এবার খেলবেন গেইল। ডাউন দ্য উইকেটে এসেছিলেন। বাউন্সার। অনেক উপরে। ওয়াইড। পরের বল কাভারে ঠেলে এক। প্রস্তুত গেইল। হাফভলি। মিডউইকেট দিয়ে চাররর। টাইমিং হয়নি। তবুও বল মাঠছাড়া। পরের বল লেগ স্ট্যাম্পে হালকা বাউন্স। গেইলের সেই দুর্বল জায়গা। রান নেই। শেষ বলে কাভারে ঠেলে এক।
দ্বিতীয় ওভার, শ্রাণ: খেলবেন গেইল। ডট। এবার লেগ স্ট্যাম্পে হাফভলি। ফ্লিক করেছেন গেইল। ডিপ মিউউইকেটে বল। ততক্ষণে দুই। তৃতীয় বলে জায়গায় দাঁড়িয়ে মেরেছেন। আম্পায়ারের মাথার উপর দিয়ে ছয়য়য়য়। সেই গেইল!! পরের বল ডট। লংঅনে খেলেছেন। ফিল্ডার আছেন। রান নেই। পরের বলে পুল করেছেন। মিড উইকেটে ধাওয়ান আছেন। দারুণ ফিল্ডিং। বাঁচিয়েছেন নিশ্চিত চার। ততক্সণে দুই।
প্রথম ওভার, ভুবনেম্বর কুমার: প্রথম বল খেলবেন গেইল। ডট। দ্বিতীয় বল লেগ সাইডে ছিল। ঠিক মতো খেলতে পারেননি। এক রান পেয়েছেন। তৃতীয় বল খেলবেন কোহলি। ডিফেন্স করেছেন। ডট। পরের বলেও রান নেই। পঞ্চম বলে স্লিপ অঞ্চল দিয়ে চার মেরে দিয়েছেন। শেষ বলে রান নেই।