বিশ্বকাপে বাংলাদেশের ওপর সমর্থকদের অনেক প্রত্যাশা
প্রকাশিত হয়েছে : ২:০৯:৫৪,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ২০৭৩ বার পঠিত
নিউজ ডেস্ক : সেই ১৯৯৭ সালের ১০ অক্টোবর ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে নেই নেই করে খেলে ফেলেছে পাঁচটি বিশ্বকাপ। ওয়ানডে এবং টোয়েন্টি ২০ ক্রিকেটের অনেক টুর্নামেন্টও খেলে ফেলেছে টাইগাররা। সব মিলিয়ে সাতটি বহুদলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলে তারা। কিন্তু ট্রফি থেকে একচুল দূরে থাকার মতো হতাশার মুহূর্ত পর্যন্ত এসেছে। আসেনি শুধু ট্রফিটা। সেই বেদনার সমাপ্তি ঘটালেন মাশরাফি বিন মোর্তাজারা। আয়ারল্যান্ডে ১৬ মে-র তারিখটা বাংলাদেশ ক্রিকেটকে উপহার দিল এক ফ্রেমে বাঁধানো মুহূর্ত। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশ।
ম্যাচটা সম্পর্কে দু কথা না বললেই নয়। ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান। অথচ টাইগারদের সামনে টার্গেট বেড়ে দাঁড়ায় ২১০। এবং সেটাও করতে হবে ২৪ ওভারেই। বৃষ্টিতে মাঝপথে বাধা আসায় ডাকওয়ার্থ লুইস নিয়মে হিসেব করে এই টার্গেট দেওয়া হয় বাংলাদেশকে। যে দলটার একের পর এক ফাইনালে হারের বদনাম রয়েছে, তারা কি পারবে এই চ্যালেঞ্জ নিতে? প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু জবাব লুকিয়ে ছিল সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে। সৌম্যর বড় অর্ধশতরান ও মোসাদ্দেকের ঝড়ো হাফ সেঞ্চুরি এলেবেলে করে দিল ক্যারিবীয় বোলিংকে। ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।
এমন এক সময় তারা খেতাব জিতল যখন বিশ্বকাপ আর দু সপ্তাহও দূরে নয়। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলকে নিয়ে সমর্থকদের আশা বেড়ে গেছে। না, এখনই কেউ এই দলকে বিশ্বকাপ জিতবে বলে ভাবছেন না। তবে অন্যান্য বারের চেয়ে এবারের ইংল্যান্ড বিশ্বকাপে বাংলার টাইগাররা ভাল ফল করবে বলে ক্রিকেট প্রেমীরা আশা করছেন। মাশরাফি, তামিম, শাকিব, মুশফিকুর ও মাহমুদুল্লাহকে এবারই শেষবারের মতো বিশ্বকাপে একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। তাই, দলটা যাতে লাল-সবুজ পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে পারে, এমনটা চাওয়া মোটেও দোষণীয় নয়।