ভাগ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসনের সম্মতি
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৫৫,অপরাহ্ন ০২ জুন ২০১৬ | সংবাদটি ৭২৮ বার পঠিত
ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি জনবল কাঠামো্ অনুমোদন করেছে। এই দুটি বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। অনুমোদিত কাঠামো অনুযায়ী, বিভাগ গঠনের পর প্রতিটি বিভাগে একজন করে সচিব ও অতিরিক্ত সচিব থাকবেন। জননিরাপত্তা বিভাগে পাঁচজন ও সুরক্ষা সেবা বিভাগে ছয়জন অতিরিক্ত সচিব থাকবেন। এ ছাড়া থাকবেন উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ব্যাপকতা ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা বিভাগ ও অভ্যন্তরীন সুরক্ষা বিভাগ নামে দুটি বিভাগ করার অনুশাসন দিয়েছেন।
এর মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে থাকবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ আদালত।
অভ্যন্তরীন সুরক্ষা বিভাগে থাকছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।
এই দুটি বিভাগে প্রাথমিকভাবে জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃজন করার কথা বলা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বিভাগ তৈরির পাশাপাশি এর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এরপর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।
এ বিষয়ে জনপ্রশাসন সিনিয়র সচিব কামাল নাসের চৌধুরী জানান, স্বরাস্ট্র মন্ত্রণালয়ে দুটি বিভাগ করার আগে জনবল কাঠামো ঠিক করতে চিঠি দেয়া হয়েছে। এটি আসার পরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নেয়ার পরে প্রজ্ঞাপন জারি হবে।