সাঁড়াশি অভিযান: দু’দিনে আটক ৩হাজার ১৫৫ জন
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৪৮,অপরাহ্ন ১২ জুন ২০১৬ | সংবাদটি ৭৪৯ বার পঠিত
দেশব্যাপী পরিচালিত দুদিনের সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত তিন হাজার ১৫৫জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন জেএমবির ২৭ সদস্যসহ ৩৭ জঙ্গিও রয়েছে।
শনিবার দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭ জন এবং অন্যান্য আরও ৩ জঙ্গিসহ মোট ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে একটি বন্দুক, ৫শ’ গ্রাম গান পাউডারসহ ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশী, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হন। এর পরই ‘সাঁড়াশি অভিযানের’ যোষণা আসে।