বজ্রপাতে প্রাণ গেল আটজনের
প্রকাশিত হয়েছে : ৪:২৫:৩১,অপরাহ্ন ১২ জুন ২০১৬ | সংবাদটি ১০১৯ বার পঠিত
শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে দুইজন, বাগেরহাটে দুইজন, নোয়াখালীতে দুইজন এবং পটুয়াখালী ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।
টেকনাফ ও উখিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন। ওই দুজন হলেন টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের শামলাপুর কামাল হোসেন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের সিরাজ-উদ-দৌল্লাহ (৪০)।
মোরেলগঞ্জ ও মোল্লারহাট উপজেলায় শনিবার বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন দুজন। মৃত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চণ্ডীপুর গ্রামের আল আমিন খান (৩৫) এবং রামপাল উপজেলার মানিকনগর গ্রামের আজম শেখ (৪৮)। আহত ব্যক্তিরা হলেন মোল্লারহাটের কেন্দুয়া গ্রামের খান জাহান আলী (৫০) ও পূর্ব চণ্ডীপুর গ্রামের মধু শেখ (৬৫)। আহত খান জাহান আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
এছাড়া পটুয়াখালী ও ঝালকাঠিতে একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।