বিদ্যুৎবিহীন এসির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৫৫,অপরাহ্ন ১২ জুন ২০১৬ | সংবাদটি ৭৭৭ বার পঠিত
তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বাংলাদেশের উদ্ভাবক আশিষ পাল এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে বিদ্যুৎ ও কোনও খরচ ছাড়াই বছরের পর বছর ঠান্ডা হাওয়া পাওয়া যাবে।
আশিষের উদ্ভাবিত প্রযুক্তির নাম ‘ইকো কুলার’। এটা বানাতে লাগবে প্লাস্টিকের পুরাতন বোতল ও কক শিট। এটি বানানো খুবই সোজা। এজন্য বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন হবে না।
বাংলাদেশে রাজবাড়ীর দৌলতদিয়ার প্রায় প্রতিটি ঘরেই ব্যবহৃত হচ্ছে এই ইকো কুলার। অন্যান্য অনেক গ্রামে ইন্টেল এবং গ্রামীণের যৌথ প্রচেষ্টায় প্রকল্পের মাধ্যমে তৈরি করা যন্ত্রগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। গ্রামীণ-ইন্টেল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।
আশিষ পালের ব্যতিক্রমধর্মী এমন উদ্ভাবনের খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মেইল অনলাইনের বিজ্ঞান পাতায় এই খবরটি প্রকাশ করা হয়েছে। সাথে একটি ভিডিও আপলোড করে দেয়া হয়েছে। কীভাবে এই এসি বানানো যায় সেই পদ্ধতিও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে।