ক্ষোভে ফুঁসছে ফুটবল বিশ্ব, হাত দিয়ে গোল
প্রকাশিত হয়েছে : ৩:২৮:১৩,অপরাহ্ন ১৩ জুন ২০১৬ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
ফুটবলে ভুলভাল রেফারিং, নিয়মিত ঘটনা। তবুও চুপচাপ ফিফা। এই প্রযুক্তির যুগে কেন পুরানো নিয়মে সংস্কার আনা হচ্ছে না? রেফারিকে শুধু নয়, ফিফাকেও ফের কাঠ গড়ায় দাঁড় হতে হলো পেরু-ব্রাজিল ভুল রেফারিংয়ের কারণে।
কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। তা-ও শতবর্ষ। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গ্রুপ লিগে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচের পরে দুনিয়াজুড়ে ক্ষোভের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছিন্নভিন্ন হচ্ছে রেফারিং! সমালোচনার ঝড় উঠেছে ফিফার বিরুদ্ধেও।
বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল ব্রাজিল। সেই ব্রাজিল, যারা আগের ম্যাচেই হাইতিকে সাত গোলে ডুবিয়ে এদিন নেমেছিল পেরুর বিরুদ্ধে। পেরু নিঃসন্দেহে ভাল টিম। তবে এদিনও শুরু থেকে আক্রমণের ঝড় তুলে দিয়েছিলেন দুঙ্গার ছেলেরা। তবে গোল পাননি। গোলমুখে পায়ের জটলা করে বারে বারে ব্রাজিলকে ফিরিয়েছে পেরু।
কিন্তু দুর্ঘটনাটি ঘটল খেলার ৭৫ মিনিটে। অ্যান্ডি পোলোর বিষাক্ত ক্রস যখন ব্রাজিলের পেনাল্টি বক্সে ঢুকল, তখন গোটা ব্রাজিল ডিফেন্স একলাইনে দাঁড়িয়ে। বল যায় পেরুর রাউল রুইডায়াজের কাছে। বল জালে জড়ানোর পরেই সঙ্গে সঙ্গে রেফারিকে ঘিরে ধরেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের দাবি, রুইডায়াজ হাত দিয়ে বল গোলে ঠেলেছেন। দীর্ঘক্ষণ আলোচনা করেন ম্যাচ অফিশিয়ালরা। কিন্তু গোলটি বাতিল হলো না।
বিশ্বজুড়ে ব্রাজিল ভক্তরা বিরক্ত, ক্ষিপ্ত। ফেসবুক, টুইটারে সমালোচনা ঝড়।