সড়কের গর্তে মাছ ধরার উৎসব!
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:২৬,অপরাহ্ন ১৫ জুন ২০১৬ | সংবাদটি ১১২২ বার পঠিত
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলতি বর্ষায় অসংখ্য খানাখন্দে ভরে গেছে। স্থানে স্থানে খানাখন্দগুলো বড় বড় গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি ঢাকা-ময়মনসিংহের সঙ্গে সখীপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় ওই সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বর্ষায় গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় যানচলাচলের সময় চালকরা গভীরতা অনুমান করতে না পারায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। বুধবার সকালে বাটাজোর থেকে পিকআপ যোগে দেশীয় মাছ নিয়ে সখীপুর আসছিলেন মাছ ব্যবসায়ী লাল মিয়া। বাটাজোর সমিল এলাকায় এলে গর্তে উল্টে যায় পিকআপটি। ড্রাম ভর্তি মাছ ছড়িয়ে পড়ে সড়কের খাদে। এ সময় অনেকটা ক্ষোভ ও প্রতিবাদের ভাষা হিসেবেই জাল ফেলে মাছ ধরতে নেমে পড়ে উপস্থিত বাজারের লোকজন।