মাওলানা মুহিউদ্দিন খানের জানাযায় লাখো মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ৫:৩২:১৬,অপরাহ্ন ২৭ জুন ২০১৬ | সংবাদটি ১৭১৫ বার পঠিত
সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি, মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের প্রথম নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় দেশের শীর্ষ স্থানীয় আলেম, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেয়। পরে বিকেলে তার লাশ নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় মাওলানা খানের প্রতিষ্ঠিত আনসারনগর মাদরাসা ও এতিমখানায় দ্বিতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগিনা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। নামাযে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে মাওলানা মোস্তফা মঈনুদ্দিন, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলনা জুনায়েদ বাবুনগরী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দিন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, ড. আহমদ আব্দুল কাদের, শরসিনার পীর মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ফরফুরার পীর আবদুল হাই মিশকাত সিদ্দিকী, মাওলানা ইউনুস আহমেদ, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
গত শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাওলানা মুহিউদ্দীন খান ইন্তিকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
এদিকে দেশের প্রখ্যাত এই আলেমে দ্বীনের ইন্তিকালে আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববারও বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদননা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিস : মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাওলানা মুহীউদ্দীন খানের ইন্তিকালে দেশবাসী তথা মুসলিম উম্মাহ তাদের একজন অকৃত্রিম অভিভাবককে হারালো। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর কল্যাণে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মবীর। দেশ ও জনগণের স্বার্থে আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন আজীবন সংগ্রামী। তার সুবিশাল সাহিত্য কর্ম ও লেখনী বিশেষ করে তাফসীরগ্রন্থ মাআরিফুল কুরআনের অনুবাদ এদেশের মুসলমানদের জন্যে এক বিরাট সম্পাদ। তার সম্পাদনায় প্রকাশিত মাসিক মদীনার মাধ্যমে তিনি জাতির বিশাল খেদমত করে গেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুম মাওলানা মুহিউদ্দীন খানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।
ছাত্র মজলিসের শোক : মাওলানা মুহিউদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ। নেতৃবৃন্দ এক শোকবাণীতে বলেন তার ইন্তিকালে জাতি একজন সত্যিকারের রাহবারকে হারালো এবং ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ মুসলিম লীগ : বাংলাদেশ মুসলিম লীগ বিএমএলর কেন্দ্রীয় সভাপতি এএইচএম কামরুজ্জামান খান এবং মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এক যুক্ত বিবৃতিতে দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাসিক মদিনার সম্পাদক আলেম সমাজের মরুব্বী খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিউদ্দন খানের উন্তিকালে দেশ এবং জাতি এক ক্ষণজন্মা দায়িত্বশীল ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারালো। যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা মুহিউদ্দিন খান জাতির বিবেক হিসেবে আমৃত্যু দায়িত্ব পারন করেছিলেন। তিনি অন্যায় এবং অপসংস্কৃতির সাথে কখনো আপোস করেননি। বরং দৃঢ়চেতা চরিত্রবান। জ্ঞানী সমাজ প্রতিষ্ঠায় তিনি সব সময় সোচ্চার ছিলেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ ন্যাপ : মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শোকবার্তায নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহিউদ্দিন খান শুধুমাত্র একজন ইসলামী চিন্তাবিদই ছিলেন না, তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ ও আলেম-উলামার মাঝে ছিলেন সেতুবন্ধনের মত। বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহ্বান করতেন। একজন সাংবাদিক হিসেবে তিনি মত প্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি তার লেখনি এবং রাজনৈতিক বক্তব্যে বহুমাত্রিক গণতন্ত্রের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী উত্তর বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। নেতৃদ্বয় মরহুম মাওলানা মুহিউদ্দিন খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
চাউপের শোক : মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খানের মৃত্যুতে ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহাসিক দ্বিনী সংগঠন চাতলপাড় উলামা পরিষদ চাউপের উদেষ্টা মাওলানা ইউসুফ আল-আজাদ, মাওলানা মেরাজুল হক, সংগঠনের সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সোবহানী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল এক বিবৃতিতে চাউপ নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিউদ্দিন খান বিশ্ববরেণ্য আলেমে দ্বী, ধর্ম তত্ত্ববিদ, আন্তর্জাতকি সংগঠক ছিলেন। তার মৃত্যুতে মসলিম উম্মাহ একজন অভিভাবককে হারালো। মরহুম মাওলানা মুহিউদ্দিন খান জাতীয় দুর্যোগকালে জাতির দিক দিশারী হিসেবে কাজ করেছেন। মরহুমের অন্যান্য অবদানের জন্য জাতি চিরদিন স্মরণে রাখবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন।
গফরগাঁও ফোরামের শোক : উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন মদিনা পাবলিকেশন্স ও মাসিক মদিনা পত্রিকার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খানের মৃত্যুতে ঢাকাস্থ গফরগাঁও ফোরামের সভাপতি এডভোকেট আশরাফুজ্জামান ও সহ-সভাপতি ইব্রাহীম ম-ল, সাধারণ সম্পাদক একরামুল্লাহ এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, মাওলানা মুহিউদ্দিন খানের মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। দেশ একজন মর্দে মুজাহিদ হারালো, সারা জীবন তিনি ইসলাম প্রতিষ্ঠা ও মানব কল্যাণে নিয়োজিত ছিলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের তৌফিক দেন। প্রেস বিজ্ঞপ্তি।