জিন্দাবাজার শুকরিয়া মার্কেট থেকে নারী চোর সুমা আটক
প্রকাশিত হয়েছে : ৫:০২:১৪,অপরাহ্ন ২৯ জুন ২০১৬ | সংবাদটি ৪১৩৪ বার পঠিত
আটক সোমা বেগম সিলেট নগরীর মেন্দিবাগস্থ আলাউদ্দিন মিয়ার কলোনীর ভাড়াটে। এর আগে গত ২৫ জুন জিন্দাবাজার থেকে ওই কলোনির বাসিন্দা নারী চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা জানান- মঙ্গলবার মার্কেটে কেনাকাটা করতে আসা কয়েকজন নারী ক্রেতা তাদের মোবাইল ফোন ও হ্যান্ডব্যাগ চুরির অভিযোগ করেন। বিকেল ৪টার দিকে এক নারী ক্রেতার ব্যাগ থেকে মোবাইল চুরির সময় সোমা বেগম নামের ওই চোরকে ধরে ফেলেন ব্যবসায়ী ও ক্রেতারা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।
নগরীর ধোপাদিঘীরপাড়ের হেলেনা আকতার চৌধুরী জানান- মঙ্গলবার শুকরিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়ে তিনি স্যামসাং গ্যালাক্সি এ-৫ খুইয়েছেন। সাথে থাকা হ্যান্ডব্যাগের চেইন খুলে মোবাইল ফোন সেটটি চুরি হয়েছে বলে জানান তিনি।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সিলেটভিউ২৪ডটকমকে জানান- শুকরিয়া মার্কেট থেকে নারী চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুত্র: সিলেট ভিউ