পাসপোর্ট খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত : টিআইবি
প্রকাশিত হয়েছে : ১:৪৪:২৪,অপরাহ্ন ৩০ জুন ২০১৬ | সংবাদটি ৭১৯ বার পঠিত
দেশের বিভিন্ন সেবা খাতের মধ্যে পাসপোর্ট বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০১৫’ বিষয়ক প্রতিবেদনে সংস্থাটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, দুর্নীতিকে যদি উচ্চতর পর্যায় থেকে আশ্রয়-প্রশ্রয় দেয়া না হতো তাহলে দেশে দুর্নীতি কমতো। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে টিআইবির পরামর্শও গ্রহণ করা হতো।
তবে তা না হয়ে বর্তমানে দুর্নীতির অভিযোগ উঠলেই রাজনৈতিকভাবে তা অস্বীকার করার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতকে দুর্নীতিমুক্ত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। তবেই এর সুফল জনগণ পর্যন্ত পৌঁছুবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়,সেবাখাতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট বিভাগ। দুর্নীতিতে এর পরের অবস্থানেই রয়েছে আইনশৃঙ্খলা ও শিক্ষাখাত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাসপোর্ট সেবা নিতে গিয়ে প্রায় ৭৭ শতাংশ মানুষকেই দুর্নীতি ও ঘুষের শিকার হতে হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ আট হাজার ৮২২ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ৩.৭ শতাংশ।