অস্ট্রেলিয়ায় মসজিদ লক্ষ্য করে বোমা হামলা
প্রকাশিত হয়েছে : ১:৫০:২৮,অপরাহ্ন ৩০ জুন ২০১৬ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
অস্ট্রেলিয়ার একটি মসজিদের বাইরে বোমা হামলা চালানো হয়েছে। এ সময় মুসুল্লিরা নামাজ পড়ছিলেন।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘটনায় নিন্দা জানিয়ে একে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার রাতের ওই বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। তবে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পার্থের উপকণ্ঠ থ্রোনলিতে এই হামলায় মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি অবশ্য পুরোপুরি পুড়ে যায়।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক্সেলারেন্টের সাহায্যে আগুনটি ধরানো হয় বলে ধারণা করা হচ্ছে।’
মসজিদের মুখপাত্র ইয়াহিয়া আদেল ইব্রাহিম ফেইসবুকে বলেন, ‘ঘটনাটি নিঃসন্দেহে একটি ঘৃণ্য অপরাধ।’