গুলশানে কয়েকজন বিদেশি জিম্মি, গুলি-বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৫৬,অপরাহ্ন ০১ জুলাই ২০১৬ | সংবাদটি ৯৫৪ বার পঠিত
রাজধানীর গুলশান ২ এর ৭৯নং রোডের একটি রেস্টুরেন্টে কয়েকজন বন্দুকধারী একটি রেস্টুরেন্টে ঢুকে কয়েকজন বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছেন। পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে।বন্দুকধারীরা থেমে থেমে ভেতর থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতিকে উত্তপ্ত করে রেখেছেন।পুলিশকে কাছে ভিড়তে দেয়া হচ্ছে না। বন্দুকধারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন গুলশান থানার এসপি রবিউল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই রেস্টুরেণ্টটিতে বিদেশিদের যাতায়াত বেশি বলে জানা গেছে।
রাত সোয়া ১১টার দিকে র্যাবের ডিজি বেনজীর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘সন্ধ্যার পর ওরা ভেতরে ঢুকে রেস্টুরেন্টটি তাদের দখলে নেয়। এসময় রেস্টুরেন্টের ভেতরে যারা ছিল তাদেরকে জিম্মি করে ফেলে। বেনজীর বলেন, প্রতিটি মানুষের জীবনের মূ্ল্য রয়েছে। সমস্যাটির একটি শান্তিপূর্ণ সুরাহা করতে চাই আমরা। দরকার হলে আমরা ওদের সঙ্গে কথা বলবো।আমরা চাই এর শান্তিপূর্ণ সমাধান।পরে এ নিয়ে আমরা সাংবাদিকদের ব্রিফিং করবো। বেনজীর বলেন, আমরা চাই আপনাদের মাধ্যমে জাতি যাতে বিভ্রান্ত না হন।কেননা মানুষ সরাসরি টিভি দেখছে।আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ।’
আজ শুক্রবার সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তরুণ বয়সী কয়েকজন বন্দুকধারী ধারালো রমদাসহ স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টটিতে ঢুকে পড়ে। রাত ১১ টা পর্যন্ত ভেতর থেকে গুলির ও বোমার শব্দ শোনা যাচ্ছিল। পুলিশ ওই রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে। র্যাব-পুলিশের উধ্র্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। র্যাবের ডিজি সেখানে আছেন।
স্থানীয়রা জানান, গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে এই গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরণের ঘটছে। অন্তত ৫০ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। সন্ত্রাসীরা সংখ্যায় ৮/৯ জন ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, সন্ত্রাসীরা বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। আশে পাশের বাড়ি ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলেছে পুলিশ।
আহত এসপি রবিউল জানান, তিনি গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।