গুলশানে সন্ত্রাসীদের হামলা বনানীর ওসি ও ডিবির এসি নিহত
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৫৭,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ২০৩৩ বার পঠিত
রাজাধানীর গুলশানে একটি স্প্যানিস রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ও ডিবির এসি রবিউল ইসলাম। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্ত্রাসীরা বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।
আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ওই স্প্যানিস রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গোলাগুলি হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহতসহ বেশ কয়েকজন আহত হন। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হোসেন দুইজনের নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি নিজেও গুলিতে আহত হয়েছেন।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির খবরে বলা হয়েছে, দুইজন কূটনীতিক মারা গেছেন। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আজ রাত সোয়া ৯টার দিকে ৮-১০ জন যুবক পিঠে ব্যাগ নিয়ে ‘আল্লাহু আকবর’ স্লোগান বলে আর্টিজান বেকারি নামে গুলশানের একটি স্প্যানিশ রেস্টুরেন্টে হামলা চালায়। সেখানে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে তারা। পুলিশের ওপর গুলি বর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। এসময় বনানী থানার ওসি সালাউদ্দিন, গুলশান থানার এসআই রবিউলসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে সালাউদ্দিন ও রবিউল মারা যান।
এদিকে, গুলশানের ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলন করে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোকে লাইভ সম্প্রচার বন্ধ করতে অনুরোধ জানান। তার অনুরোধে দেশীয় চ্যানেলগুলো লাইভ সম্প্রচার করছে না। তবে সিএনএনসহ বিদেশি চ্যানেল লাইভ সম্প্রচার করছে।
র্যাব মহাপরিচালক বলেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়।
র্যাব, পুলিশ ও বিজিবি পুরো এলাকা ঘিরে রেখেছে। জিম্মি বিদেশি নাগরিকদের কিভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায় তা নিয়ে ভাবছে আইনশৃঙ্খলা বাহিনী।