শোলাকিয়ায় বোমা হামলা, পুলিশসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:০৫,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬ | সংবাদটি ৯১৮ বার পঠিত
দেশের সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে দুর্বৃত্তদের বোমা হামলায় পুলিশের এক কনস্টেবল ও এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
এ ছাড়া ৮ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঈদুল ফিতরের জামাতের আগে ঈদগাহ সংলগ্ন আজিমুদ্দিন স্কুলের পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম জহিরুল। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের নির্ধারিত সময় ছিল। আগে থেকে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ।
এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে গুলিবর্ষণ করে। বেশ কিছু সময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায়।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবশ্য পরে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শহরের উপকণ্ঠে শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার ছিল ১৮৯তম ঈদুল ফিতরের জামাত।
সকাল ১০টায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদের ঈমামতিতে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। ধারণা করা হচ্ছে, ৩ লক্ষাধিক মুসল্লি এই জামাতে নামাজ আদায় করেন।