বুধবার পদ ছাড়ছেন ক্যামেরন, আসছে নারী প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:৫৮:০৩,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৮৭ বার পঠিত
নিজেই ঘোষণা দিয়েছিলেন আগামী অক্টোবরে পদত্যাগ করবেন তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুতই দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ সোমবার জানিয়েছেন, আগামী বুধবারই তিনি নতুন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
আর সেটি হলে বুধবারই ব্রিটেন পেতে যাচ্ছে ২৫ বছর পর একজন নারী প্রধানমন্ত্রী, যিনি হবেন দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী সরকারপ্রধান। প্রধানমন্ত্রী পদের জন্য ইতিমধ্যে দলের মনোনয়নও পেয়ে গেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে আসার গণভোটের রায়ের দিন সংবাদ সম্মেলন করে ক্যামেরন বলেছিলেন, মাস তিনেক পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। কেননা নতুন পরিস্থিতিতে ব্রিটেনের জন্য দরকার নতুন নেতৃত্ব।
সর্বশেষ আজ সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, না আসছে বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন তিনি। এবং ওই দিনই বিকালে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। সাংবাদিকদের ক্যামেরন বলেন, “আমি বুধবার পদত্যাগপত্র পেশ করছি রাণীর কাছে।”
ক্যামেরনের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে পারেন ব্রিটিশ রাজনীতিতে শান্ত ও ভদ্র নারী বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে (৫৯)। অবশ্য বৃহস্পতিবার ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপিদের ভোটে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পান দুই নারী থেরেসা মে ও আন্দ্রেয়া লিডসাম। ১৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন থেরেসা মে। জ্বালানিমন্ত্রী আন্দ্রেয়া লিডসাম পেয়েছেন ৮৪ জন এমপির সমর্থন। তবে এমপিদের ভোটে চূড়ান্তভাবে যেই জিতুক, ব্রিটেন যে একজন নারীকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে পাচ্ছে সেটা আপাতত নিশ্চিত।
এর আগে এক দশকের বেশি সময় (১৯৭৯-১৯৯০ সাল) ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন একই দলের প্রভাবশালী নারীনেত্রী মার্গারেট থেচার। শাসনকাজে সুদৃঢ়তার জন্য তিনি পেয়েছিলেন ‘লৌহমানবী’ অভিধা।
(ঢাকাটাইমস/১১জুলাই/এআর/মোআ)