সুরমায় নিখোঁজ পলিটেনিকের শিক্ষক হায়দার আলীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৫০:২৭,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৬ | সংবাদটি ১২৮৫ বার পঠিত
গতকাল মঙ্গলবার সকালে খেয়া পারের সময় সুরমা নদীতে পড়ে নিখোঁজ থাকা সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে সিলেটের মোল্লারগাও ইউনিয়নের খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকালে খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড়ে লাশ ভেসে যাতে দেখে স্থানীয় এক শিশু লাশটি টেনে তুলে। গলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করে।
এসময় পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক শীক্ষার্থীরা ও স্থানীয় জনতা লাশের পাশে ভীড় জমান।
সুত্র: সিলেট ভিউ