আসামে শান্তিপুর্ণভাবে শেষ হল দুর্গোৎসব
প্রকাশিত হয়েছে : ২:০৯:৩৭,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৯৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি, শিলচর (আসাম) : আসামে শান্তিপুর্ণভাবে পালিত হল হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নাগরিকপঞ্জী অর্থাৎ এন আর সি নিয়ে একটা আতঙ্কের পরিবেশ থাকলেও দুর্গোৎসব শান্তিতেই পালিত হয়েছে। এ নিয়ে গোটা আসাম রাজ্যে ছিল উৎসবের পরিবেশ। শুক্রবার ছিল বিজয়া দশমী। এদিন দুপুর থেকে বিভিন্ন নদী ও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়। শিলচরের সদরঘাটে রবিবার ভোর পাঁচটা পর্যন্ত এই বিসর্জন পর্ব চলতে থাকে। আজও বেশ কিছু পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে। হাইলাকান্দি, বদরপুর, শ্রীগৌরী, রামকৃষ্ণনগর, কাটাখাল, লক্ষীপুর, রাতাবাড়ি, পাথারকান্দি সহ বিভিন্ন এলাকায় পূজা এবং প্রতিমা বিসর্জন করার খবর পাওয়া গেছে।
করিমগঞ্জে কুশিয়ারা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। একই সময়ে জকিগঞ্জে বাংলাদেশ অংশে প্রতিমা বিসর্জনের দৃশ্য প্রত্যক্ষ করেন করিমগঞ্জবাসী।