বিশাল লক্ষ্যের সামনে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৪৪,অপরাহ্ন ০৮ জুন ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
বিশ্বকাপে ইংল্যান্ড রানের রেকর্ড গড়ায় বাংলাদেশের সামনে এখন বিশাল লক্ষ্য। জেসন রয়ের সেঞ্চুরি এবং জস বাটলার ও জনি বেয়ারস্টোর জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৮৬ রানের ইতিহাস গড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে ইংলিশদের এটা দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৮ রান করেছিল ইংল্যান্ড।
শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১৯.১ ওভারে ১২৮ রান করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। এরপর মাশরাফি বিন মুর্তজার বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হন বেয়ারস্টো। তার আগে ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি।
ইংল্যান্ড-বাংলাদেশের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ যেভাবে দিনকে দিন অদম্য হয়ে উঠছে তাতে করে বিশ্বকাপে তৃতীয়বারের মতো ইংল্যান্ড বধ কাব্য রচনা হবে কিনা সেটা জানতে এই ম্যাচে চোখ রেখেছিলেন সবাই। তবে ব্যাটিং ইনিংস শেষে আপাতত এগিয়ে ইংল্যান্ড। টস হেরে ৫০ ওভারে ৩৮৬ রান তুলে নিয়েছে দলটি। জানা কথা, বিশ্বকাপে এতো বেশি রান করে জয়ের রেকর্ড নেই। আজ টাইগাররা জিতলে সেটা হবে বিশ্বরেকর্ড।
২০১১ সালের বিশ্বকাপে কেভিন ও’ব্রায়েনের অতিমানবীয় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেদিন ইংলিশদের করার ৩২৭ রান তাড়া করে আইরিশরা। এখন পর্যন্ত বিশ্বকাপে এর চেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড নেই। তালিকার দ্বিতীয় নামটি বাংলাদেশের। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের করা ৩১৮ রান তাড়া করেছিল মাশরাফির দল।
বিশ্বকাপে সর্বোচ্চ রানের দিক থেকে এটি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। তবে ইংল্যান্ডের এটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। এতদিন ২০১১ সালে করা ৩৩৮ রানই বিশ্বমঞ্চে ইংলিশদের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।