যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:১৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাসীন কনজারভেটিব পার্টির সদস্যের চারদফা ভোটের পর মঙ্গলবার তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সেই নিয়ম অনুযায়ী বুধবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বরিস জনসন।
ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। গত ১৩ জুন থেকে শুরু চার দফার ভোটের প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন বরিস জনসন।
নির্বাচিত হয়ে বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে এবং তার মূল প্রতিদ্বন্দ্বি জেরেমি হান্টের প্রতি সম্মান জানিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, জেরেমির দারুণ কিছু পরিকল্পনা আছে। সেগুলো নিয়েও কাজ করতে চাই। এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মেকেও তাদের দেশের প্রতি অবদানের জন্য সম্মান জানান।