সিলেট ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জুলিয়ান চৌধুরী রাহী
প্রকাশিত হয়েছে : ২:৫৭:৫৬,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১২৫ বার পঠিত
সিলেট ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জুলিয়ান চৌধুরী রাহী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
কানাইঘাট-জকিগঞ্জ (সিলেট ৫ আসনে) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি ও জালালাবাদ ত্রসোসিয়েশন অব নিউজার্সির সাংগঠনিক সম্পাদক
জুলিয়ান চৌধুরী রাহী। দীর্ঘদিন ধরে এলাকায় জনসংযোগ চালাচ্ছেন তিনি।
বাড়ি-বাড়ি গিয়ে ভোটার ও এলাকাবাসীর খোঁজখবর নেওয়া থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কানাইঘাট-জকিগঞ্জ সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জুলিয়ান চৌধুরী রাহী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।