খেলাধুলা টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১১:২৬:২০,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৮৮২ বার পঠিত
এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
১১তম যুব বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে খেলছে বাংলাদেশ ও নামিবিয়া। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে গ্রুপের অন্য দুই দল স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। শেষ আটে জায়গা নিশ্চিত হলেও দুই দলের লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। আজ জিতলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ৫ ফেব্রুয়ারি মিরপুরে নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। রানারআপ হলে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। ম্যাচটি হবে ফতুল্লাতে।
প্রসঙ্গত, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নামিবিয়া বাংলাদেশকেও হারানোর ‘হুমকি’ দিয়েছে। তবে পরিসংখ্যান বলছে দুই দলের লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে। ৪ মুখোমুখিতে কোনো ম্যাচে জয় নেই নামিবিয়ার। –