কুপিয়ে ও গুলি করে ব্রিটিশ এমপিকে হত্যা
প্রকাশিত হয়েছে : ১:২৪:৪৮,অপরাহ্ন ১৭ জুন ২০১৬ | সংবাদটি ১০০৯ বার পঠিত
বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে এ হামলা শিকার হন তিনি।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
৪১ বছর বয়সী জো কক্স বেটলি ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত সংসদ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনার আগে ব্রিস্টলে নিজের দফতরে বসেছিলেন দুই সন্তানের মা জো কক্স। সেখান থেকে বেরোনোর পরেই তার ওপর অতর্কিত হামলা হয়। প্রথমে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তিনি পড়ে গেলে এক হামলাকারী এগিয়ে এসে ছুরিকাঘাত করে। কক্স এরপর পেটে হাত দিয়ে পড়ে যান। তারপর হামলাকারী তাকে আরও দু’বার ছুরিকাঘাত করে চলে যায়। এতে ফ্লোর রক্তে ভেসে যায়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, দুই ব্যক্তির বিবাদ থামাতে যান ওই এমপি। তখনই আক্রান্ত হন তিনি। দু’জনের একজন ব্যাগ থেকে আচমকা বন্দুক বের করে গুলি চালায়।
ঘটনাস্থল থেকে এ এমপিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লিডসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে হামলার কিছুক্ষণের মধ্যে ৫৪ বছর বয়সী এক হামলাকারীকে আটক করেছে ইয়র্কশায়ার পুলিশ।