কান্নার রুপ
প্রকাশিত হয়েছে : ৯:২২:৪১,অপরাহ্ন ০১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৭৬৩ বার পঠিত
আমি কতবার দেশ হতে মহাদেশ ঘুরে দ্যাখেছি,
চোখ খুলে মানুষের কান্নার রুপ দ্যাখেছি।
কেউ কাদছে বুকের ব্যাথায় শত্রুর দখলে ভূমি,
কোথা নিবে ঠাঁই, সেই বেদনায়।
কেউ কাদছে পেটের ক্ষুধায় কর্মের বয়স নেই বলে,
তার পানে কেহ নাহি চায়।
কেউ কাদছে কাঠগড়ায় দাঁড়িয়ে,
দোষী নয় তবুও মরতে হবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে।
কেউ কাদছে বোনের সর্বনাশে,
মানুষ রুপী ওই হিংস্র প্রাণীর বিজয় দ্যাখে শেষে।
আমি আরো অনেক কান্নার রুপ দ্যাখেছি।
ঘুরে ঘুরে গোটা পৃথিবী।
অশ্রু থামেনা চোখে,
মানুষ আর সেই আগের মানুষ নয়।
মানুষ হয়েছে সর্বনাশী।
লেখকঃ রুহুল আমীন ছালিক।