বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বীকৃত চারখাই ডায়াবেটিক এন্ড মেডিসিন সেন্টার এর শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:২৪:১৩,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১২১৯ বার পঠিত
সাইফুর রাহমান: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের তরুন মেধাবী ডাক্তার আবু কামরান রাহুল এর তত্ত্বাবধানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বীকৃত চারখাই ডায়াবেটিক এন্ড মেডিসিন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।
গত বৃহস্পতিবার বিকাল দুই ঘটিকার সময় চারখাই বাজার বিয়ানী বাজার রোডে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন এর সভাপতিত্বে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম এর সঞ্চালনায় আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানের কেরাত পাঠ ডাক্তার আবু কামরান রাহুলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধনি অনুষ্ঠান শুরু হয়।
ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করেন, ডাঃ হাসান আলী এডিশনাল কো-অডিনেটের ইডিসি,বারডেম হাসপাতাল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ শাহ এমরান, বিভাগীয় প্রধান এডোক্রাইনোলজি বিভাগ সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডাক্তার আহসানুল হক ডেপুটি চিফ পাবলিক রিলেশন ইডিসি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি,মোঃ মাহমুদ আলী চেয়ারম্যান চারখাই ইউনিয়ন পরিষদ,ডাঃ মোঃ আফছার উদ্দিন বিশেষজ্ঞ শিশু সার্জন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ। ডাঃ আরিফুল হক চৌধুরী মেডিকেল অফিসার, চারখাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের ছাত্র মাহফুজুর রহমান ছায়েম,আফজল হোসেন,সাইফুর রহমান ও মাহবুব হোসেন তাপদার।