ভালোবেসে ৭ বছর গৃহবন্দী!
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৪১,অপরাহ্ন ১৫ জুন ২০১৬ | সংবাদটি ১২৭৭ বার পঠিত
ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। মেয়েটির পরিবারের লোকজন ৭ বছর তাকে গৃহবন্দী করে রাখে।
সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের সদস্যরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেছেন।
জানা গেছে, ২০০৯ সালের ঘটনা। মেয়েটির বয়স যখন ২৫ তখন সহপাঠী এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। কিন্তু ধর্মের কারণে তা মানতে পারেনি মেয়েটির পরিবার।
সম্পর্কের কথা জানাজানি হতেই মেয়েটিকে বাড়িতে আটকে রাখতে শুরু করে তার পরিবার। ফোন, ইন্টারনেট— কিছুই ব্যবহার করতে দেয়া হত না তাকে। এমনকী, পালাতে চাইলে তার বাবা মারধর করতেন। মা আত্মহত্যার হুমকি দিতেন। শুধু তাই নয়, ছেলেটি আসলে ‘লাভ জিহাদের’ নামে তাকে ফাঁসাচ্ছে বলেও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তার পরিবার। কিন্তু কোনও কিছুতেই ওই তরুণী রাজি হননি।
পরে একদিন সুযোগ পেয়েই মায়ের ফোন থেকে ওই তরণী দিল্লির মহিলা কমিশনের হেল্পলাইনে ফোন করেন। মহিলা কমিশনের সদস্যরা গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। আপাতত মহিলা কমিশনের হোমেই রয়েছেন তিনি।