লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:৩৩:৫৮,অপরাহ্ন ১৬ জুন ২০১৬ | সংবাদটি ১১২৫ বার পঠিত
শতাধিক প্রবাসীর অংশগ্রহনণে ইফতার মাহফিল করেছে যুক্তরাজ্যের জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রবাসীরা দেশের গরীব ও দু:খীদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। এসময় আবারও গরীব বেকারদের কমংসংস্থান সৃষ্টি করতে রিকশা বিতরণ কর্মসূচির জন্য মাহফিলে ফান্ড সংগ্রহ করা হয়।
গত সোমবার (১৩ জুন) পূর্ব লন্ডনের স্বাদ গ্রীল রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম শাহানের পরিচালনায় ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, ‘ঐক্যবদ্ধ ভাবে দেশের অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়ানো দরকার।
সভায় জানানো হয়, ২০১৩ ও ২০১৪ সালে রিকশা বিতরণ প্রকল্পের মাধ্যমে জকিগঞ্জ পৌরসভা ও উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ এলাকায় ৩ জন করে মোট ৬০ জনকে রিকশা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তারা এখন নিজেরা উপার্জন করে ঘর সংসার চালাতে সক্ষম হয়েছে।
যাকাত ফান্ডের মাধ্যমে সংগৃহিত অর্থ এই রিকশা বিতরণে ব্যয় করা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ থেকে আগত জকিগঞ্জ মুন্সিবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আবদুল মুসাব্বির।
আরও বক্তব্য দেন, উপদেষ্টা ইসমাইল আলী, শাহেদ চৌধুরী, বাবুল আহমদ, মাওলানা শেহাব উদ্দিন, মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা নূরে আলম হামিদী, জিয়া উদ্দিন, অ্যাসোসিয়েশনের ধর্ম সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।
অ্যাসিয়েশনের সাংগঠনিক আজাদ চৌধুরী জানান, প্রতিষ্ঠার ১৫ বছরের মধ্যে এই প্রথম বড় আকারে এবং প্রবাসীদের ব্যাপক অংশগ্রহনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। যেখানে থেকে প্রায় সাত হাজার পাউন্ড ফান্ড সংগ্রহ করা হয়েছে। যা জকিগঞ্জ উপজেলার গরীব দু:খীদের সহযোগিতার জন্য ব্যয় করা হবে।
ইফতার মাহফিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ব্যরিষ্টার সাইফ উদ্দিন খালিদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের শিক্ষা ও সাহিত্য সম্পাদক সুজন চৌধুরী, কুয়ারপাড় এসোসিয়েশনের সেক্রেটারি আবদুল ওয়াহিদ, আ্যাসিয়েশনের সহ সভাপতি হামিদুর রহমান চৌধুরী, কমর উদ্দিন চৌধুরী পাপলু, আবদুল আউয়াল হেলাল, মাজহার মহসিন, জয়নাল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, একেএম মাসুম, রাসেল আলম চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, সহ কোষাধ্যক্ষ নূরূল হুদা চৌধুরী জাহেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আব্দুল বাতিন, শাহনেওয়াজ, জামিল আনসারী, আজাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেম্মারশিপ সম্পাদক মাশুক আহমদ, সহ মেম্বারশিপ সম্পাদক আরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক তাহনাজ বেগম, সহ মহিলা সম্পাদক রুলী চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফুরকান এম হাসান, ওয়েলফেয়ার বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত মুকুল, অফিস সম্পাদক বদরুজ্জামান চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা হামিদ উদ্দিন, নির্বাহী সদস্য হারুন রশীদ চৌধুরী, মাওলানা আব্দুর রব, ডা, এনায়েত চৌধুরী পিন্টু প্রমুখ।