কুরআন অধ্যয়নেই মিলবে বাইকের পেট্রল!
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:৪০,অপরাহ্ন ২০ জুন ২০১৬ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
রমজান মাসে নাযিল হয় মুসলিম জাতির আলোকবর্তিকা পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন। তাই এই মাসে কুরআন অধ্যয়নকে মুসলমানরা অশেষ পূণ্যের কাজ বলে বিশ্বাস করে। এ অবস্থায় রমজানে কুরআন অধ্যয়নকে জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি ‘পের্টামিনিয়া’ কর্তৃপক্ষ পবিত্র কুরআন অধ্যয়নের বিনিময়ে মোটর সাইকেল মালিকদের বিনা পয়সায় জ্বালানি সরবরাহের ঘোষণা দিয়েছে। যে যত অধ্যায় পড়বেন তাকে তত বেশি তেল বা গ্যাস দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এ কারণে দেশটির পেট্রল পাম্পগুলোতে এখন লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে ঘোষণার বাস্তবায়ন এবং মুসলিমদের কুরআন অধ্যয়নের সুবিধার্থে দেশটির প্রতিটি পেট্রল পাম্পে প্রার্থনাকক্ষ স্থাপন করা হয়েছে। দেশটির রাজধানী জাকার্তায় মোট পাঁচটি গ্যাস স্টেশনে কোনো ব্যক্তি এক অধ্যায় কুরআন পড়লেই গাড়ির জন্য দুই লিটার তেল ফ্রি পাচ্ছেন।
স্থানীয় বাইক রাইডাররা বলছেন, দুনিয়ায় পাওয়ার পাশাপাশি আখেরাতের জন্যও মজুদ করে নিচ্ছি।