আমিরাতের আবুধাবীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সিলেটী যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৪:৩৪:১৫,অপরাহ্ন ২৪ জুন ২০১৬ | সংবাদটি ১৯৫০ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ আবদুল মহসীন (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় ভোরে কর্মস্থল আবুধাবীর মুহাম্মদ বিন জায়েদ সিটির একটি সাইটে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পবিত্র রমজান মাস উপলক্ষে তার ডিউটি রাত সাড়ে ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছিল।
সিলেট বিশ্বনাথ থানার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল কায়ুমের ছেলে মোহাম্মদ আবদুল মহসীন।
তিনি গত চার বছর ধরে আমিরাতের সুরুর আল শাওমিক ব্লিডিং কনস্ট্রাসন নামে একটি কোম্পানিতে পাইপ ফিটার হিসেবে কাজ করে আসছেন।
খবর পেয়ে আবুধাবী পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবীর শেখ খলীফা হাপাতাল মর্গে রেখেছে।
সুত্র: ডেইলি সিলেট