মসজিদে নববী প্রাঙ্গণে জঙ্গি হামলা, নিহত ৪
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:৫৩,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৬ | সংবাদটি ১১১৭ বার পঠিত
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চেকপোস্টে এ হামলা চালানো হয়।
তবে জঙ্গি হামলা সত্ত্বেও মহানবী মুহাম্মদ (সা.)-এর নিজের হাতে তৈরি মসজিদে নববীতে সারা বিশ্ব থেকে আগত মুসলমানদের উপস্থিতির ওপর কোনও প্রভাব পড়েনি।
সোমবার রাতে ইশা ও তারাবির নামাজের সময় মসজিদটিতে হাজার হাজার মুসুল্লিকে নামাজ পড়তে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
জানা গেছে, হামলার সময় নিরাপত্তাকর্মীরা ইফতার করছিলেন। বোমার আঘাতে তাদের মধ্যে অন্তত তিনজন নিহত হন। এছাড়া আরও চারজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন, তাদের অবস্থা আশংকাজক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চেকপোস্টের কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। পাশে ছিন্নভিন্ন মরদেহ পড়ে আছে।
হামলার সময় মসজিদে নববীতে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আগত ৩৬ বছর বয়সী মুসলিম কাজী জিয়াদ পেটেল।
তিনি বলেন, ঠিক ইফতারের সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। শুরুতে একে ঐতিহ্যবাহী আতশবাজির শব্দ মনে হলেও পরে দেখা যায় বিস্ফোরণের কারণে মসজিদে নববী কেঁপে ওঠছে।
কাজী জিয়াদ বলেন, হামলারে সময়ে মসজিদে বেশ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে, বিস্ফোরণের শব্দে মনে হয়েছিল মসজিদ ভবন ধসে পড়বে।
এদিকে মসজিদে নববীতে হামলার সময়েই সৌদি আরবের কাতিফ শহরের একটি মসজিদেও আত্মঘাতী হামলা চালানো হয়। তবে আত্মঘাতী ছাড়া এতে কেউ হতাহত হয়নি।
এর আগে সোমবার সকালে জেদ্দায় মার্কিন কনসুলেটে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে হামলাকারী নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হন। সূত্র: সৌদি গেজেট, আল আরাবিয়া, বিবিসি, সিএনএন, আরটি, দি ইন্ডিপেন্ডেন্ট