জঙ্গিদের ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করলে ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৪৬,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬ | সংবাদটি ২৩৬৫ বার পঠিত
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস কিংবা জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোনো বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হবে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি ( মিডিয়া অ্যান্ড প্লানিং) এ কে এম শহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিতে আইএস কিংবা জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোন বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি যদি এ ধরনের ভিডিও, ছবি বা বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেয় তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুলশানে আর্টিসান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে আজ বুধবার ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওতে তিন বাঙালি যুবককে ‘হুমকি বার্তা’ দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা নিতে যাচ্ছে।