ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সাত দিন
প্রকাশিত হয়েছে : ৮:২৪:০৮,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৩১১৫ বার পঠিত
সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল এ তথ্য জানায়।
বিটিসিএল জানিয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করেছে।