ব্যাটারি বিস্ফোরণ, বিশ্বজুড়ে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ বিক্রি বন্ধ
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:০৬,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৩৭৪৮ বার পঠিত
বাজারে আসতে না আসতেই হোঁচট খেলো দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফ্লাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ৭। ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে তুলে নেয়া হচ্ছে। একই সঙ্গে বিশ্ব জুড়ে নোট ৭ এর বিক্রি বন্ধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহ্যাপের বরাত দিয়ে দ্য ভার্জ শুক্রবার জানিয়েছে, গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে তুলে নিচ্ছে স্যামসাং। যারা ইতিমধ্যেই এই হ্যান্ডসেট কিনেছেন, তাদের কাছে ফোনটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হবে।
দ্য ভার্জ জানিয়েছে, গ্রাহকরা অভিযোগ করেন চার্জ দিলেই গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেটটির ব্যাটারিতে বিস্ফোরণ ঘটছে। যদিও সংস্থার এক মুখপাত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এখনও পর্যন্ত যত হ্যান্ডসেট বিক্রি হয়েছে, তার মধ্যে মাত্র ০.১ শতাংশ মডেলের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে। কিন্তু স্যামসাং কোনও ঝুঁকি নিতে রাজি নয়। চলতি সপ্তাহের মধ্যেই বাজার থেকে সব হ্যান্ডসেট তুলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে স্যামসাং।
দ্য ভার্জ আরও জানিয়েছে, ত্রুটিযুক্ত হ্যান্ডসেটগুলির উপর সমীক্ষা চালাবে স্যামসাং। দেখা হবে, ঠিক কত শতাংশ পণ্যের ব্যাটারি জনিত সমস্যা রয়েছে। সমীক্ষার ফলাফল দ্রুতই প্রকাশ্যে আনতে পারে স্যামসাং।
আগস্ট মাসের ১৯ তারিখ থেকে আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি নোট ৭ মডেলটির বিক্রি শুরু হয়। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই ৪ লক্ষ হ্যান্ডসেট বিক্রি হয়। এটি সংস্থার সেরা মডেলগুলির মধ্যে অন্যতম, এবছরের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। তবে বিক্রির পরেই বিশ্বের একাধিক প্রান্ত থেকে মডেলটির বিরুদ্ধে ক্র্যাশিং ও চার্জিং ইস্যু সংক্রান্ত একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে স্যামসাংয়ের কার্যালয়ে।
স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে গ্যালাক্সি নোট ৭ এর বিক্রির ঘোষণা দেয়। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নোট ৭ বিক্রির জন্য ১ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। দেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছিল ৭৯ হাজার ৯০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডুয়াল এজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ৪ জিবি র্যাম। অ্যানড্রয়েড ৬.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটিতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।