টিলা কাটার অপরাধে ১লক্ষ ৩২হাজার টাকা জরিমানা; ফের অভিযান হবে জকিগঞ্জ বার্তাকে সিনিয়র এএসপি
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:২২,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারের পৌরসভা এলাকার খাসারী পাড়া এলাকায় অবস্থিত লাল মাটির টিলা ও সবুজ অরণ্য বিলীন করার অপরাধে ১লক্ষ ৩২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিলেন বিয়ানীবাজারের সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসিম কুমার বণিক ও জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেল এর সহকারি সিনিয়র পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার।
জ্যোতির্ময় সরকার জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, টিলা (পাহাড়) কাটার অপরাধে খাসারি পাড়ার মাসুক আহমদ ও আসকর আলীকে ১লক্ষ ৩২হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা টিলা কাটার কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। শিগগির বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।