সিলেট সদর উপজেলায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ৬:৫০:৫৯,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৬ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
সিলেট সদর উপজেলায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার হাটকুলা ইউনিয়নের পিটারগঞ্জবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়নের আলাউদ্দিন ও ময়না মিয়া এই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে। এলাকাবাসীর সুত্রে জানা যায়, আলাউদ্দিন এলাকায় প্রভাবশালী বটে নিরীহ ময়না মিয়ার উপর আক্রমন চালিয়েছে।কয়েকদিন ধরে আলাউদ্দিন ময়না মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা বিশৃঙ্খলা ঘটছে। গ্রাম্য বিচারে শুক্রবার জুম্মার নামাজের পরে এর একটি মীমাংশা করার কথা ছিল। কিন্তু আলাউদ্দিন ক্ষমতার প্রভাব বলে গ্রাম্য বিচারকে বৃদ্দাঙ্গলী দেখিয়ে সকালে দলবল নিয়ে ময়না মিয়ার উপর আক্রমন চালায়। এক পর্যায়ে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে সেখানে ঘটে যায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে আহতরা হলেন, মৃত. আফতাব আলীর ছেলে আব্দুর শুকর ক্ষুদ্র(২৮), মৃত আব্দুল মালিকের ছেলে এরশাদ আলী(৪৫), আব্দুল কাইয়ুমের ছেলে রমজান আলী(৩২) সামসুদ্দিনের ছেলে জুনেদ আহমদ(২০), মহিলা রাবিয়া খাতুন(৬০), আব্দুর রব(৩৫), আলাউদ্দিন(৬০), জাহাঙ্গীর(৩২), জলিল মিয়া(২০), সামসুল হক।এব্যপারে জালালাবাদ থানার ওসি সত্যতা নিশ্চিত করেছেন।