“মানুষের সেবায় দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ” মাসরুর
প্রকাশিত হয়েছে : ৪:০০:০৬,অপরাহ্ন ২৩ জুন ২০২১ | সংবাদটি ১০২০ বার পঠিত
- সমাজের সর্বস্তরের সেবামূলক কাজে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। আজ মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
সারা বছর মুমূর্ষু রোগীসহ নানা প্রকার রোগীর জীবন বাঁচাতে রক্তসংগ্রহে রক্তদাতা ম্যানেজ করা, স্বেচ্ছায় রক্তদান প্রোগ্রাম ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করে গেছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ উপজেলায় তিনমাস অন্তর অন্তর দু’টি ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
কালিগঞ্জ ও জকিগঞ্জের দু’টি ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ডোনার স্বেচ্ছায় ব্লাড প্রদান করেছেন।
এছাড়া জকিগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌর কমপ্লেক্সে বৃক্ষরোপণ করেছে মাববসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
বর্তমানে জকিগঞ্জের প্রতিটি ইউনিয়নে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের সার্বিক সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চলমান রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরে জকিগঞ্জের অসহায় মানুষদের ঘরে ঘরে ঈদ উপহার বিতরণ, অসহায় শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা প্রদানসহ নানা সেবামূলক কাজ করে জকিগঞ্জবাসী কাছে অল্পদিনেই সমাদৃত ও হৃদয়ে জায়গা করে নিয়েছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
পরিবেশ রক্ষায় ইতোমধ্যে ” ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট” শুরু করেছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। জকিগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে শুরু হওয়া এই চমৎকার সৃজনশীল ইভেন্টের মাধ্যমে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছে।
এছাড়াও মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের হেল্পলাইন নাম্বারে ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ব্লাডের প্রয়োজনে কল পেয়ে প্রতিদিনই ৬/৭ ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ শে জুন, রোজ শনিবার জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে স্বেচ্ছায় রক্তদান প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
আজ ২৩ শে জুন ২০২১ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জকিগঞ্জের একটি এতিমখানায় খাবার বিতরণ করে মহৎ ও চমৎকারভাবে ফাউন্ডেশনের সদস্যরা উদযাপন করছেন প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ।
মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এগিয়ে যাচ্ছে দুর্দম গতিতে। আছেন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ও মানবসেবক। সাথে আছেন জকিগঞ্জবাসী। সুন্দর জকিগঞ্জ উপহার দিতে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের পথচলা শুভ হোক।
আজকের এই শুভদিনে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী-তে ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সার্বিক কার্যক্রম আঞ্জামে যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ পাক সকলকে সার্বিক কল্যাণ দান করুন। আমীন।
লেখকঃ হাবিবুর রহমান মাসরুর
সদস্য, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
শিক্ষার্থী, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।