মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স বৃদ্ধির সুযোগ রয়েছে
প্রকাশিত হয়েছে : ১:১৪:৪৪,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স বৃদ্ধির সুযোগ রয়েছে।
সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসী কনফারেন্সে বক্তারা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নানা রকম ব্যবসা-বাণিজ্য ও রেমিটেন্স বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রাপ্য সেবাসমূহ সহজ করা জরুরী। এ ব্যাপারে এম্বেসীর দ্রুতসেবা, পাসপোর্ট ডেলিভারীসহ অন্যান্য কাজে প্রবাসীদের প্রতি সহযোগিতামূলক মনভাব দেখাতে হবে ।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়ার বাংলাদেশী ব্যবসায়ী রাশেদ বাদল, প্রেসক্লাব নেতা আহমদুল কবির, এনআরবি সেন্টারের বোর্ড সদস্য এবিএম মোস্তাক হোসেন, প্রবাসী পারুল হোসেন, জয়নাল চৌধুরী, আমির হোসেন, ফারজানা আক্তার, আতিকুর রহমান, শাহাদাত খান রাসেল, মো রিয়াদ, মো জাকারিয়া, সাংবাদিক বাপ্পি কুমার দাস, মোঃ আল আমিন, আমজাদ হোসেন ও মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
প্রবাসী বক্তারা বলেন, প্রবাসী আয় বাড়াতে হলে সরকারি সেবাগুলো বাস্তবায়ন করতে হবে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা নিয়ে প্রবাসীদের মাঝে সভা সেমিনার করতে হবে, মালয়েশিয়ার গ্রাম এলাকায় রেমিটেন্স সেবা ও দূতাবাস গুলোর সেবার মান বৃদ্ধি করতে হবে। রেমিট্যান্স হাইজ গুলোর সংখ্যা বৃদ্ধি করে তাদের লোকবল বৃদ্ধি করতে হবে, বিভিন্ন গ্রাম এলাকায় যে সকল প্রবাসী রয়েছেন তাদের রেমিট্যান্স প্রবাহের মধ্যে আনতে গেলে অনলাইন রেমিট্যান্স সিষ্টেম চালু করতে হবে।
শুধু সরকার নয় সকলকে দেশ প্রেমের উদ্বোদ্ধ হয়ে হুন্ডি ব্যবসাকে নিরুৎসাহিত করতে হবে।
প্রবাসী আয়ের বা রেমিট্যান্স পাঠানোর সুবিধা গুলো নিয়ে বিভিন্ন প্রকল্প চালু করে দেশের অর্থনীতি শক্তি শালী করার লক্ষ্যে প্রবাসীদের সম্মানিত করলে প্রাবাসী আয় দিনে দিনে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী।