হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে জকিগঞ্জের আমিনার কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৪৩,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৮১ বার পঠিত
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে জকিগঞ্জের আমিনার কৃতিত্ব
যুক্তরাজ্যের স্বনামধন্য হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ‘সায়েন্স এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচার’ বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার অব সায়েন্স (এমএসসি) সম্পন্ন করেছে জকিগঞ্জের কৃতি সন্তান কাজী আমিনা বেগম।
কাজী আমিনা বেগম জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের স্কুল শিক্ষক কাজী নুরুল ইসলাম ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে। তাঁর নানা রারাই গ্রামের মরহুম আব্দুল জলিল তাপাদার (টরই মাস্টার)ও ছিলেন স্কুল শিক্ষক।
শিক্ষা জীবনে কাজী আমিনা বেগম জকিগঞ্জের ইছামতি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ও মাস্টার অব সায়েন্স (এমএসসি) সম্পন্ন করেন।
২০২১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য পাড়ি জমান কাজী আমিনা বেগম। সেখানে স্বনামধন্য হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফের মাস্টার অব সায়েন্স (এমএসসি) সম্পন্ন করেন।
কৃতি এই শিক্ষার্থী জানান, তাঁর সফলতার গল্পে নানা আব্দুল জলিল( টরই মাস্টার) তাপাদারের অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। আগামী জীবনের জন্য কাজী আমিনা বেগম সবার দুয়া চেয়েছেন।