জকিগঞ্জ এসোসিয়েশনের দ্বি- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:০৭:২২,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৯১ বার পঠিত
*জকিগঞ্জ এসোসিয়েশনের দ্বি- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
সমমনা প্রবাসীদের সংগঠন- জকিগঞ্জ এসোসিয়েশনের ০২ দিন ব্যাপী দ্বি – বার্ষিক সাধারণ সভা🥏 গত ০৮ ডিসেম্বর ২০২৩ ইং শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭ ঘটিকা থেকে শুরু হয়ে ০৯ ডিসেম্বর ২০২৩ ইং শনিবার সন্ধ্যা ০৭ ঘটিকায় শেষ হয়।
জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ইউকে প্রবাসী হাফিজ মোঃ হাবিবুর রহমান খানেঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন-
এসেসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক, ওমান প্রবাসী হাফিজ মোঃ আব্দুল আজিজ, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন- সহ প্রচার সম্পাদক কাতার প্রবাসী মোঃ আখলাক আহমদ।
সভার প্রারম্ভে এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ফ্রান্স প্রবাসী কাওছার আহমদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সূচিত দীর্ঘ দ্বি – বার্ষিক আলোচনা সভায় সাধারণ সম্পাদক- মোঃ কামাল আহমদ বিগত দুই বছরের সাংগঠিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ- মাওলানা মোঃ ইমাদ উদ্দিন ও মাওলানা ফদ্বলুর রহমান আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ৷ সভায় সম্মানিত অতিথি হিসাবে উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, আমেরিকা প্রবাসী মাওলানা মোঃ রেজাউল ইসলাম আলকুদ্দুছ, সৌদি আরব প্রবাসী সলিম আহমদ চৌধুরী, ইউকে প্রবাসী মাওলানা মোঃ বদরুল হক খানঁ, ইউকে প্রবাসী হাফিজ হেলাল আহমদ খানঁ ৷
সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি, মালেশিয়া প্রবাসী মোঃ এনামুল হক, সহ সভাপতি, ফ্রান্স প্রবাসী মাওলানা মোঃ কাজী আব্দুল মুহিত,সাংগঠনিক সম্পাদক, পর্তুগাল প্রবাসী মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ইমাদ উদ্দীন, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ ফদ্বলুর রহমান ৷
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক, ইতালি প্রবাসী মোঃ আব্দুস সামাদ,প্রচার সম্পাদক, বেলজিয়াম প্রবাসী মোঃ মারুফ আহমদ মাহিন, অফিস সম্পাদক, ওমান প্রবাসী মোঃ শামসুল হুদা খানঁ, সহ অফিস সম্পাদক, হাফিজ বেলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কোরিয়া প্রবাসী মোঃ ছাইদুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মালেশিয়া প্রবাসী হাফিজ বিলাল আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ জিল্লুর রহমান, সমাজ কল্যাণ সম্পাক আরব আমিরাত প্রবাসী মোঃ শিব্বীর আহমদ মাসুম, শিক্ষা বিষয়ক সম্পাদক, গ্রীস প্রবাসী মোঃ তাজ উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক সৌদি আরব প্রবাসী হাফিজ ইমরান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক, বাহরাইন প্রবাসী মোঃ আলী আকবর, প্রকাশনা সম্পাদক সৌদি আরব প্রবাসী হাফিজ রাজু আহমদ, সাহিত্য সম্পাদক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃ এনাম আহমদ, সহ সাহিত্য সম্পাদক কুয়েত প্রবাসী হাফিজ আব্দুল্লাহ আল মাসুম,তথ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী মোঃ মুজিবুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, আরব আমিরাত প্রবাসী আল মাহমুদ মোহাম্মদ আলী আশরাফ,পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ওমান প্রবাসী হাফিজ গোলজার আহমদ, ফান্ড উন্নয়ন সম্পাদক ওমান প্রবাসী মোঃ কয়েছ আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী মাওলানা মোঃ আতিকুর রহমান,ফ্রান্স প্রবাসী, মোঃ লোকমান উদ্দীন, ফ্রান্স প্রবাসী, মাওলানা শাহেদ আহমদ, আরব আমিরাত প্রবাসী হাফিজ রায়হান আহমদ,ওমান প্রবাসী মোঃ রায়হান আহমদ, বাংলাদেশ প্রতিনিধি মাওলানা মোঃ আব্দুল কালাম খান, সদস্য আরব আমিরাত প্রবাসী মোঃ মুজিবুর রহমান, প্রমুখ ।
আলোচনা সভায় সংবিধানিক নিয়মানুযায়ী এসোসিয়েশনের উপদেষ্টা ইউকে প্রবাসী মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছকে প্রধান নির্বাচন কমিশনার করে ০৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
উক্ত কমিশনে রয়েছেন, ইউকে প্রবাসী মাওলানা মোঃ বদরুল হক খানঁ সাহেব, আমেরিকা প্রবাসী মাওলানা মোঃ রেজাউল ইসলাম আলকুদ্দুছ, সৌদি আরব প্রবাসী সলিম আহমদ চৌধুরী, ইউকে প্রবাসী হাফিজ মোঃ ওলিউর রহমান, ইউকে প্রবাসী হাফিজ হেলাল আহমদ খানঁ, মাওলানা মোঃ আব্দুল বাছিত (বাংলাদেশ) সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল বাছিত চৌধুরী ।
০৮ সদস্য বিশিষ্ট উক্ত কমিশন সংবিধান অনুযায়ী আগামী ০১ মাসের মধ্যে কমিটি ঠিক করে সাধারণ পরিষদের মধ্যে ঘোষনা করবেন ।
সভার সভাপতি হাফিজ মোঃ হাবিবুর রহমান খানঁ তার সমাপনী বক্তব্য সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং ভবিষ্যতে ও এসোসিয়েশনের সকল কার্যক্রমে সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানিয়ে বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং এসোসিয়েশনের উপদেষ্টা ইউকে প্রবাসী মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় ৷