ব্যারিস্টার সুমন ফুটবলের ইতিহাস বদলে দিতে মনোনয়ন চান।
প্রকাশিত হয়েছে : ১:০৩:৪১,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৯০ বার পঠিত
ব্যারিস্টার সুমন ফুটবলের ইতিহাস বদলে দিতে মনোনয়ন চান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই দলিয় মনোনয়ন ফরম বিক্রী শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার সুমন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের জন্য এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফুটবলপ্রেমী এবং পরোপকারী হিসেবে সমধিক পরিচিত ব্যারিস্টার সুমন।
এ সময় গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন ব্যারিস্টার সুমন। নির্বাচিত হতে পারলে দেশের ফুটবল ইতিহাস বদলে দেবেন জানিয়ে তিনি বলেন, ‘ফুটবল এবং ক্রীড়াঙ্গণের জন্য কাজ করা এটা আমার রক্তের মধ্যে, মনোনয়ন ফরমের মধ্যে না। সংসদ সদস্য হতে পারলেই যে কেবল আমি এসব নিয়ে কাজ করবো তাও না। আমি যে জায়গায় ফুটবলকে নিয়ে আসার চেষ্টা করছি এটা কোনো কিছু হওয়া বা পোর্টফোলিও ছাড়াই করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছু হওয়া ছাড়াই যখন এতদূর আসতে পেরেছি, যদি আমি এমপি হতে পাড়ি তাহলে ক্রীড়াজগত, বিশেষ করে ফুটবলের ইতিহাস আমি বদলে দেব।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার এলাকার মানুষ তো আমার মানুষ। তারা আমাকে গ্রহণ করুক বা না করুন, আজন্ম আমাকে তাদের জন্য কাজ করে যেতে হবে এটা আমি বিশ্বাস করি।’
বিজ্ঞপ্তি