নান্দিশ্রী প্রবাসী ঐক্য পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:১৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৬৪২ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী প্রবাসী ঐক্য পরিষদ-২০১৯-২০ সনের কমিটি গত-২২-০৩-২০১৯ ইং রোজ শুক্রবার ওয়াটসপ গ্রুপে সকলের মতামতের ভিত্তিতে -মোঃ মোহাইমিন ইসলাম- কে সভাপতি ও সালমান আহমদ- কে সাধারন সম্পাদক করে -১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভাপতি -মোঃ মোহাইমিন ইসলাম -আমেরিকা।
সহ সভাপতি :- শাহীন আহমদ-লন্ডন।
সাধারণ সম্পাদক -সালমান আহমদ -স্পেন-
সহ সাধারন সম্পাদক:- মো: আব্দুল বাছিত, বাহরাইন।
সাংগঠনিক সম্পাদক:- সেলিম আহমদ, দুবাই
সহ সাংগঠনিক সম্পাদক:- মো:সালা উদ্দিন (সাকু), সৌদিআরব
কোষাধ্যক্ষ:- আমির হোসেন, সৌদিআরব
শিক্ষা, ও সাহিত্য সম্পাদক:- হাসান আহমদ (হাসন), দুবাই
ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক:- আব্দুল হালিম, কুয়েত
প্রচার সম্পাদক:- নাজিম উদ্দিন, দুবাই
ধর্ম বিষয়ক সম্পাদক:- কাওছার আহমদ (কয়ছর), দুবাই
সমাজ কল্যাণ সম্পাদক:- হেলাল আহমদ, দুবাই
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:- সাহেদ আহমদ, সৌদিআরব
দপ্তর সম্পাদক:- ফরহাদ আহমদ, দুবাই
প্রবাসী কল্যান সম্পাদক:- মো: আব্দুল বারী, দুবাই।
প্রমুখ।