প্রবাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল জকিগঞ্জের যুবকের
প্রকাশিত হয়েছে : ৪:১৯:০৩,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক,
ওমানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল জকিগঞ্জের আবুল কাশেমের। সে উপজেলার খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের আব্দুল খালিকের পুত্র। শনিবার সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ বিষয়ে গ্রামের মাসুক আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান আবুল কাশেম শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে গাড়িটি দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় কাশেম মারা যান। গাড়িতে থাকা অপর ৩জন গুরুতর আহত হয়েছেন বলে তিনি জেনেছেন। প্রবাসে ৩বছর হলেও মাত্র ৫মাস আগে ছুটি কাটিয়ে ফের ওমানে প্রত্যাবর্তন করেন। ৫ভাই ও ৫বোনের মধ্যে ভাইদের মাঝে তিনি ছিলেন সবার বড়।
অভাব-অনটনের সংসারে একটু সুখের আশায় ধার দেনা এবং জায়গা জমি বিক্রি করে পাড়ি দিয়েছিলেন প্রবাস। কিন্তু নিয়তির নির্মম পরিহাস তাকে প্রবাসেই জীবন দিতে হয়েছে। পরম আদরের সন্তানের মৃত্যুর খবরে বাবা-মা বিলাপ করছেন। আর ভাই বােন, স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে।