আমেরিকায় জকিগঞ্জ সোসা. অব ইউএসএ ইন্ক এর ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৫৩,অপরাহ্ন ১১ মে ২০১৯ | সংবাদটি ৫৪২ বার পঠিত
সামাজিক ও মানবিক সংগঠন সিলেটের জকিগঞ্জ সােসাইটি অব ইউএসএ ইন্ক এর উদ্যোগে আমেরিকার নিউইয়র্কস্থ পালকী পার্টি হলে গত ৫মে রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ সােসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান। সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা, সংগঠক ও ব্যবসায়ী গিয়াস আহমদ মজুমদার।
এ সময় জকিগঞ্জ সােসাইটি অব ইউএসএ ইন্ক এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।