দাম্মাম প্রবাসী গ্রুপ জকিগঞ্জ এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৪:২১:১০,অপরাহ্ন ০৫ জুন ২০১৯ | সংবাদটি ৫০৫ বার পঠিত
সৌদিআরবের দাম্মামে বসবাসরত প্রবাসীদের সংগঠন দাম্মাম প্রবাসী গ্রুপ জকিগঞ্জ এর পক্ষ থেকে সর্বস্থরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে। এক বার্তায় সংগঠনটি জকিগঞ্জ, সিলেট সহ সকল প্রবাসীদের প্রতি ঈদ মোবারক জানান।
ইতোমধ্যে দাম্মাম প্রবাসী গ্রুপ জকিগঞ্জ এর উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারে ৬টি তোরণ নির্মাণ করেছে।পাশাপাশি বিগত বছর গুলোতে গ্রুপের পক্ষ থেকে মানবিক ও সামাজিক অনেক কাজ করা হয়েছে। গ্রুপের মহৎ উদ্যোগকে সাধুবাধ জানান অনেকেই।