ওমানে ফ্রিজ বিস্ফোরণে জকিগঞ্জের জলিল গুরুতর আহত, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১:২৭:৫২,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮১১ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
ওমানে ফ্রিজ বিস্ফোরণে জকিগঞ্জের পাঠানচক গ্রামের আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন। ৩০জুলাই মঙ্গলবার ভোর অনুমান ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতের ছোট ভাই কাতার প্রবাসী কয়েছ জকিগঞ্জ বার্তাকে জানান ঐদিন রাতে আকস্মিক ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তার উরু, হাত সহ শরীরের নানা স্থান পুড়ে গেছে। পাশের কক্ষে থাকা তার ভাগনা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে এখনও জলিলের জ্ঞান ফেরেনি বলে জানান কয়েছ। তার ভাইয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।